
আন্তর্জাতিক ডেস্ক : কাদের ওপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২২ সাল। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাশিয়া-১’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর আনাদোলোর। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু পরে তাদের অন্য ভূমিকায় দেখা গেছে।
এ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি আমরা বিশ্বস্ত বন্ধুও খুঁজে পেয়েছি। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা একজোট হয়ে তেল রপ্তানি, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে।
গত ১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি, যদি তার যুদ্ধ বন্ধের ‘সদিচ্ছা’ থাকে। কিন্তু আলোচনায় বসার আগে দখলকৃত অঞ্চল থেকে রাশিয়াকে সরে আসার শর্ত দিলে এ আলোচনা আর আলোর মুখ দেখেনি।
কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩






