
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ক সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২ ২৩ সেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফুয়াদ হোসেন।আজ ২৬ ডিসেম্বর(২০২২) সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে সকাল ১০ টায় শেষ হয়।এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের বিতর্ক সংগঠনের থেকে ১৭ জন ভোটার ছিলো।সূর্যসেন হলের অভ্যন্তরীন ঝামেলার কারণে তারা ভোটার দিতে পারে নাই। সকলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মাহবুবা নাসরীন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএস এর মডারেটর তাওহিদা জাহান।
নির্বাচন শেষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি এবং নির্বাচন কমিশনার শেখ মোঃ আরমান ফলাফল ঘোষণা করেন।নবনির্বাচিত সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।সাধারণ সম্পাদক মোঃ ফুয়াদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতি বছর ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ নির্বাচিত করা হয়।
কিউটিভি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫