
মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার আলীহাট ইউনিয়ন জামতলী মিশনে শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়।
এসময় হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত সকল খ্রিস্টান অনুসারীদের মাঝে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ঢাকার হলক্রিস ফাদার নৃত্য এক্কা। এসময় বিশেষ প্রাথর্নায় দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে করা হয়।
কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫






