ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

নেত্রকোনায় সপ্তাহব্যাপী লোকজ মেলা শুরু

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ - ০৫:৪৩:৫৬ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লোকজ মেলা। শুক্রবার থেকে সাত দিনব্যাপী ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির এ মেলার আয়োজন করে। ওইদিন দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। মেলার উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী, গুণিজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে ও একাডেমির সাধারণ সম্পাদক তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান মিটু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল হাসান তপু।

সাতদিনব্যাপী লোকজ মেলায় কদ্দুছ বয়াতীসহ দেশবরেন্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিদিন মেলায়, গান, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর অর্ধশত স্টল স্থাপন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad