ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০২:৫৯:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লুটনে রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস। টাউন হলের বাইরে ডিম নিক্ষেপের পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়। এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর রাজা আবারও জনতার সঙ্গে করমর্দন শুরু করেন।

রাজা চার্লসের ওপরে ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। এক মাস আগে রাজা চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তাদের  ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

গার্ডিয়ান বলছে, ব্রিটিশ রাজপরিবার আগেও এই ধরনের হামলা বা ‘ডিম প্রতিবাদের’ সম্মুখীন হয়েছে। ২০০২ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ নটিংহাম সফরের সময় তার রাজকীয় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ বিরোধী বিক্ষোভকারীরা এখনকার রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ করেছিল। সেসময় তিনি ডাবলিনের একটি এলাকায় হাঁটছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad