ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

সড়কে ৫ জন নিহতের ঘটনায় ময়মনসিংহ থেকে চালক ও হেলপার আটক

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ১০:২৫:৫৮ এএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পিতা-পুত্রসহ ৫ জন নিহতের ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহর থেকে চালক ও হেলপারকে আটক করে। সেখান থেকে তাদেরকে মঙ্গলবার রাতেই মনিরামপুর থানায় আনা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান। আটককৃতরা হলো কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন ও হেলপার অনোয়ার হোসেন। আলমগীর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সামছুল হকের ছেলে ও আনোয়ার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

জানাযায়, গত শুক্রবার সকালের দিকে যশোর থেকে বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে আসছিল। সকাল সাড়ে সাতটার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যানটি সারিবদ্ধ ১০ টি দোকানের ভেতর ঢুকে যায়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় দোকানের সামনে থাকা পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলো উপজেলার ভোজগাতী ইউনিয়েনের টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তার ছয়বছর বয়সী ছেলে তাওশিকুর রহমান, একই গ্রামের খন্ডকালিন শিক্ষক শামছুর রহমান, মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের আবদুল মোমেনের ছেলে মাটিকাটা শ্রমিক জিয়াউর রহমান।

এ ঘটনায় নিহত হাবিবুরের ভাই ইব্রাহিম খলিল বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেন। মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, সড়ক আইনে মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে চারদিন যাবত অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহর থেকে তাদেরকে আটক করা হয়। সেখান থেকে রাত আটটার দিকে তাদেরকে মনিরামপুর থানায় আনা হয়েছে।

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১০.২৫

▎সর্বশেষ

ad