ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

পেলে ও রোনাল্ডোকে স্পর্শ করলেন নেইমার

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ - ০৬:০২:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ কোরিয়ান বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করার মাধ্যমে তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে তিনটি বা তার বেশি বিশ্বকাপে গোলের কৃতিত্ব অর্জন করেছে নেইমার।

এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান দুই কিংবদন্তী পেলে ও রোনাল্ডোকে স্পর্শ করেছের। এর মধ্যে পেলে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। চারটি ভিন্ন আসরে পেলে গোল করার কৃতিত্ব দেখিয়েছে। আর রোনাল্ডো ও নেইমার করলেন তিনটি বিশ^কাপে। এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ^কাপেও গোল করেছেন নেইমার।

গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এই গোলের মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলেকে ধরতে আর মাত্র একটি গোল বাকি নেইমারের। ৭৭ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে পেলে।

ইতোমধ্যেই রোনাল্ডোর ৬২ গোলের কৃতিত্বকে অনেক আগেই ছাড়িয় গেছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। 

বিশ^কাপ ক্যারিয়ারে ১২ ম্যাচে নেইমার কাল সপ্তম গোল দিয়েছেন। বিশ^কাপে রোনাল্ডো ও পেলের গোলসংখ্যা যথাক্রমে ১৫ ও ১২। 

গোঁড়ালির ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইাজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি নেইমার।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad