ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

স্পেনের সামনে সাহসী মরক্কো

Ayesha Siddika | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ - ০৫:১৩:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ‘ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে এড়াতে স্পেন ইচ্ছা করে হেরেছে জাপানের কাছে’—স্পেনের গ্রুপে রানার্স আপ হওয়া নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য মেক্সিকো ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেসের। রিয়ালের জার্সিতে পাঁচটি লা লিগা জেতা এই তারকার অভিযোগের চর্চা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্পেনের তাতে বয়েই গেছে। কোনো সমালোচনায় গা না ভাসিয়ে ২০১০ সালের পর আরো একটি বিশ্বকাপ জিততে প্রত্যয়ী তারা।

সেই অভিযানে আজ শেষ ষোলোয় মরক্কোর সামনে লুই এনরিকের দল। মরক্কো এই বিশ্বকাপেরই বিস্ময়। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—গ্রুপ পর্বে কোনো জায়ান্টই হারের হাত থেকে রেহাই পায়নি। সেখানে গ্রুপ পর্বে মরক্কোর অজেয় থাকাটা বিস্ময়করই। গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে শুরুর পর এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনদের সোনালি প্রজন্মের বেলজিয়ামকে স্তব্ধ করে জিতেছিল ২-০ গোলে। শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার শেষ ষোলোয় তারা। বিশ্বকাপে আফ্রিকার মশালটা তাই আশরাফ হাকিমি, হাকিম জিয়েকদের হাতে।

স্পেন তিকি-তাকার ফুল ফুটিয়ে প্রথম ম্যাচে কোস্টারিকাকে বিধ্বস্ত করেছিল ৭-০ গোলে। তবে উইং দিয়ে আক্রমণ করার কৌশলে খেলা মরক্কো চাইবে বলের দখল নিয়ে মাথা না ঘামিয়ে গতি দিয়ে স্পেনকে হারাতে। নকআউট বলে ম্যাচ গড়াতে পারে টাইব্রেকারেও। এর প্রস্তুতি আছে বলে জানালেন স্প্যানিয়ার্ড কোচ লুই এনরিকে,‘গত ইউরোয় আমরা টাইব্রেকারে ইতালির কাছে হেরেছি। পেনাল্টি কিন্তু লটারি নয়। খেলোয়াড়দের বলেছিলাম বিশ্বকাপের আগে সবাই যেন ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসে। আমার ধারণা সবাই নিজেদের হোম ওয়ার্ক করে এসেছে। ’

স্পেনের মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করেন বার্সার দুই তরুণ গাবি ও পেদ্রি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন গাবি। তাঁদের নিয়ে শেষ পর্যন্ত যাওয়াই লক্ষ্য কোচ লুই এনরিকের। তবে সেটা হৃদয়কাড়া ফুটবলে সম্ভব নয়, ভালোই জানা তাঁর, ‘কিছু দলের খেলা দেখে মনে হবে ভাত খাচ্ছে মামুলি সবজি দিয়ে। কোনো দলই ছোট ছোট পাসে আমাদের মাঠে ফুল ফোটাতে দেবে না। তাই লং পাসে খেলার ভাবনাও আছে আমাদের। ’

বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে কোচিং প্যানেল বদলে গিয়েছিল মরক্কোর। তিন বছর ধরে কাজ করা ভাহিদ হালিলহোজিচকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিদ রেগরাগুইকে। মরক্কোর সাবেক এই ফুটবলার ফিরিয়ে আনেন হাকিম জিয়েক, আবদের রাজ্জাক ও নওশাইর মাজরায়িকে। তাঁদের ফেরানো যে ভুল ছিল না, সেটা এখন প্রমাণিত। আজ স্পেনকে থামিয়ে তারা কি পারবে নিজেদের অগ্রযাত্রাটা ধরে রাখতে? 

 

 

কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad