ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

অশ্রুবিন্দুতেই এবার মুক্তা ফলাবেন নেইমার?

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ - ০৩:৩৯:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : চোটের পরিণতি কী ভয়ংকর হতে পারে, তা নেইমারের মতো আর কে জানে? ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এক ভয়াবহ চোট নেইমারের বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছিল।

২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তেমন চোটে পড়েছিলেন নেইমার। না তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি। শঙ্কা কাটিয়ে নেইমার দলে ফিরেছেন, শেষ ষোলোর ম্যাচে ঝলকও দেখিয়েছেন।

তবে চোটের সাথে লড়াই করে ফেরা নেইমার জানালেন তার সংগ্রামের গল্প। সার্বিয়ার বিপক্ষে পাওয়া চোটের পর রাতভর কেঁদেছিলেন ব্রাজিলের এই তারকা।

সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম থেকেই নামেন নেইমার। দলের প্রথম গোলে অবদানের পাশাপাশি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে হয়েছেন ম্যাচ সেরা।

 নেইমার বললেন, ‘অনেক ভয় পেয়েছিলাম। আমি খুব ভালো ফর্মে ছিলাম, দারুণ একটি মৌসুম পার করছিলাম। এরমধ্যে গোড়ালির চোট মেনে নেওয়া কঠিন। ওই রাতে আমি অনেক কেঁদেছি, আমার পরিবারের মানুষ জানে।’

নেইমার ভয়কে জয় করার গল্পটাও জানালেন ‘এমন চোটের পর হাজারো চিন্তা ভর করেছিল। ছিল সন্দেহ ও ভয়। তবে আমার সতীর্থ ও পরিবার প্রচণ্ড সমর্থন যোগাতে থাকে। বাইরে থেকে অনেক বার্তা পাই। যা আমার মনের জোর বাড়িয়ে দেয়। আমি সাহস ফিরে পাই।’

নেইমার বললেন  ‘তবে ফেরার লড়াই হয় দ্রুত। সব কিছু পরিকল্পনা করা হয়। এই লড়াই দারুণ। সেই রাত থেকে পরদিন ১১টা পর্যন্ত আমি ফিজিওর সঙ্গে কাজ করি। বাকি দিনগুলোতে ভোর ৫টা, ৬টা পর্যন্ত কাজ চলতে থাকে। এইসব কষ্ট সব উবে যাবে যদি শিরোপা জিততে পারি।’

সত্যিই কী নেইমারের এবার পুনরুত্থান হবে। পারবেন ব্রাজিলকে ষষ্ট শিরোপা এনে দিতে? তার অশ্রুবিন্দুই কী এবার মুক্তো হবে?

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

▎সর্বশেষ

ad