
স্পোর্টস ডেস্ক : টানা চারবার লিগ কাপ ট্রফি জেতার পর গত আসরে লিভারপুলের কাছে হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। এই দুই দলের যে কোনও একটির পথচলা শেষ হতে যাচ্ছে চতুর্থ রাউন্ডে। ড্রয়ের পর শেষ ষোলোতে তাদের মুখোমুখি লড়াই চূড়ান্ত হয়েছে। কাতারে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ শেষ হওয়ার পরের সপ্তাহে হবে শেষ ষোলোর খেলা।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ম্যানসিটির একমাত্র হার আবার লিভারপুলের কাছেই। গত মাসে মোহাম্মদ সালাহর একমাত্র গোলে সিটিজেনদের বিপক্ষে জিতেছিল অলরেডরা।
লিগ কাপের চতুর্থ রাউন্ডের ড্র
উলভস বনাম গিলিংহ্যাম
সাউদাম্পটন বনাম লিংকন সিটি
ব্ল্যাকবার্ন রোভার্স বনাম নটিংহ্যাম ফরেস্ট
নিউক্যাসেল ইউনাইটেড বনাম বোর্নমাউথ
ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি
কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮