
ডেস্ক নিউজ : শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট। অন্য পুঁজিবাজার সিএসই সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ৩৪৩টি প্রতিষ্ঠানের ১১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৪১৪টি শেয়ার কেনাবেচা হয়েছে। এতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা। অন্য বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩