
ডেস্কনিউজঃ বিভেদের কাঁটাতার পেরিয়ে যাদের হিমালয় দেখার সৌভাগ্য হয় না, তাদের জন্য সূবর্ণ সুযোগ এখন পঞ্চগড়ে। জেলার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এ পর্বতমালা। চোখ জুড়ানো বরফ ঢাকা এ পর্বতমালা এক বিশ্বয়কর রহস্য দর্শনার্থীদের কাছে।
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুক চিরে প্রবাহিত মহানন্দা বিভক্ত করেছে ভারত ও বাংলাদেশকে। সীমান্তের এ স্থান থেকে উত্তরে তাকালে চোখে পড়ে সুনীল আকাশ আর প্রশস্ত হিমালয়। এই সময়টাতে, ১৬৫ কিলোমিটার দূরের কাঞ্চনজঙ্ঘার প্রধান শৃঙ্গ অপরুপ সৌন্দর্য নিয়ে ধরা দেয় দর্শণার্থীদের কাছে। বিকেল হলেই বাংলাদেশ-ভারত সীমান্ত বসে প্রকৃতিপ্রেমিদের আড্ডা।
পর্যটকদের নিরাপত্তায় বিশেষ টহলের ব্যবস্থা রেখেছে পুলিশ।
হিমালয়ের সুবাদে পঞ্চগড়ের কদর বাড়ছে ভ্রমণপিপাসুদের কাছে। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এখান থেকে ভারত আর নেপালের পাহাড়গুলো দেখা যায়।
বিপুল/২৬.১০.২০২২/ রাত ৯.২০