ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ফায়াজুন্নেসা চৌধুরী’র “ছায়াপথের সহযাত্রা”

superadmin | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ - ১০:৪৮:৪৯ পিএম

“ছায়াপথের সহযাত্রা”

——————————

জীবনের বাঁকে বাঁকে কত বন্ধু,সহকর্মী, রুমমেটের সাথে কত লম্বা সময় কাটিয়েছেন। হিসেব নেই। তবুও চেনা হয়না সবাইকে। ক্লাসরুমে..টিচার্স রুমে.. সেমিনারে..চায়ের আড্ডায়..বটতলায়.. বছরের পর বছর সময় কাটানোর পরেও হয়তো খুব ক্ষুদ্র সময়ের সামান্য আচরণ আপনাকে চিনিয়ে দেবে সে আদতেই আপনার কি আন্দাজ কাছের, কতটা ঘনিষ্ঠ কিংবা কতখানি শুভাকাঙ্ক্ষী।

ধরুন কোথাও ফ্রি কফি খাওয়াচ্ছে। চার বন্ধু মিলে সেই কফিজোন থেকে একটু দূরে অবস্থান করছেন। আপনি ভাবছেন বাকি ৩ জন সহ একসাথে কফি টা আনতে যাবেন। দেখবেন একজন আপনার আগে আগে খুব দ্রুত পায়ে সামনে আগাচ্ছে। একজন অনেক আগেই কফিজোনে গিয়ে কফির কাপ হাতে দাড়িয়ে আছে।

আপনি ধীর পায়ে সামনে আগাবেন, আপনি পৌছাতে পৌছাতে ফ্রি কফি বিতরণ শেষ। আপনার যে বন্ধু সবার আগে গিয়ে কফি হাতে দাড়িয়ে আছে সে আপনাকে বলবে, তোকে তো অনেক আগেই বলেছিলাম, তাড়াতাড়ি আয় নাইলে পাওয়া যাবে না।

একইভাবে জীবনযুদ্ধে কে কখন কিভাবে আপনাকে পেছনে ফেলে সামনে আগায় গেলো, কোন্ মুহুর্তে আপনাকে বন্ধুর পাশাপাশি কম্পিটিটরও ভাবলো, আপনি আসলে বুঝতেও পারবেন না। তারমানে এই নয় যে আপনিও বাকিদের মতো স্বার্থপর হবেন।

জীবনের অনেকটা পথ হেটে এসে আপনি উপলব্ধি করবেন যে আপনাকে ফেলে এককাপ কফি যে বেশি খেয়েছে, পরিক্ষার সময় গ্রুপ স্টাডির ফাঁকেও স্যার/ম্যাডামের কাছ থেকে যে সাজেশন যোগাড় করেছে, একাএকা এপ্লাই করে যে বিদেশে চলে গেছে, বিসিএসের প্রিপারেশন নিতে গিয়ে চুপিচুপি কোচিং করেছে..। তারা সবাইই আপনার আশেপাশেই কোথাও না কোথাও আছে।

আর এদিকে আপনি…একসাথে একদিন অনেক কিছু করে ফেলবো ভেবে চুপ করে বসে ছিলেন, ওরা কিছু করলে আমাকে তো জানাবেই ভেবে নিজস্ব গতিতে নিজেকে নিয়ে ভাবেননি, একা একা কোনো স্টেপ ফেলেননি। আপনিও আপনার জায়গায় এক অর্থে ঠিক আছেন। যদিও এই পৃথিবীটা এখন প্রচণ্ড অবিশ্বাসের।

তবুও আপনি কিছুদূর এগিয়ে গিয়ে দেখবেন সামান্য একটু এগোবার জন্য যে বন্ধু টি এক সেকেন্ডের জন্য হলেও আপনাকে অচেনা ভেবেছে…সেই বন্ধু সহ বাকিরা সবাই একই মঞ্চেই দাড়িয়ে আছেন। বিভিন্ন সীমানা থেকে একই রোদ সবার গায়ে সমান আলো দিচ্ছে। তাহলে কি দরকার ছিলো এই অন্ত:বিদ্বেষের? জীবনে সবসময় অলৌকিকতায় বিশ্বাস করবেন।

আপনার আশেপাশে, ডানেবামে যখন কাউকে পাবেন না, চোরাবালিতে আপনি ডুবে যাচ্ছেন ঠিক তখনই দেখবেন, কোথা থেকে যেনো একটা অলৌকিক হাত এসে আপনাকে টেনে তুলেছে। নিরাশ হবেন না। কখনো কখনো বিশ্বাস করবেন অলৌকিকতায়। এই অলৌকিকতা যে আপনার জীবনের কোন্ বাকঁ থেকে আসবে আপনি টেরও পাবেন না। এই অলৌকিকতা হতে পারে সৃষ্টিকর্তার আপনার উপর এক প্রকার রহমত।

 

 

লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ডিপার্টমেন্টে অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।

 

 

 

 

বিপুল/২৪.১০.২০২২/ রাত ১০.৩০

▎সর্বশেষ

ad