ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

Anima Rakhi | আপডেট: ২০ অক্টোবর ২০২২ - ০৪:১৫:৪৫ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার “ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২২ প্রধান শিক্ষক তৈমুর রহমান সুদীর্ঘ মহান শিক্ষকতা পেশা কর্মযজ্ঞের ইতি টেনেছেন। তার কর্মযজ্ঞকে শ্রদ্ধা জানাতে বুধবার ( ১৯ অক্টোবর) রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জনপ্রিয় এ প্রধান শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনার জানানো হয়। এ উপলক্ষে এক স্মৃতিচারণ মুলক আলোচনা সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এম.এ মান্নান, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান।

সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান, মোঃ আব্দুল্যাহেল বাকী, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইউপি মসজিদের খতিব মাওঃ বজলুর রহমান, প্রধান শিক্ষক কল্যাণ চন্দ্র পাল, সহকারী শিক্ষক তারেক হোসেন চৌধুরী, আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষকা আসমা উল হুসনা, গুলশানারা বেগম, দপ্তরী কাম নৈশ প্রহরী সোহেল রানা, ৩য় শ্রেণির শিক্ষার্থী মোঃ তাসীন প্রমুখ। বক্তারা বলেন, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান একজন দক্ষ,ন¤্র, ভদ্র, সদালাপী, হাস্যোজ্জল ও বিনয়ী স্বভাবের সবার প্রিয় মানুষ। তিনি অত্র বিদ্যালয়ে ১৭ বছর ধরে দক্ষতা এবং সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে ২১ বছর ধরে বিরতীহীনভাবে দক্ষতার সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে আরো বলেন, সততা এবং দক্ষতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন বা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার আজীবন লালন-পালনের চেষ্টা করবেন। উপজেলায় কোন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এরকম বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন চোখে পড়েনি। তার অবসরজনিত বিদায়ের সংবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা শোকাহত হয়েছে। আলোচনা শেষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,ব্যবসায়ী, খতিব, ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ শুভাকাঙ্খীরা পৃথক পৃথকভাবে সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী বিদায়ী প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।

কিউটিভি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad