ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ডোমারে মাদক কারবারি ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ - ০৫:৫৭:৫২ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাদক কারবারি ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন আলী (২৬)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।তার বিরুদ্ধে ডোমার থানায় মাদক মামলা সংক্রান্ত ৩ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী থাকায় ডোমার থানার এএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সুমন উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া ভাটিয়াপাড়া গ্রামের নুর আলম এর ছেলে।

আসামী ২০১৫ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান হেরোইন সহ ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতার করেয়। যাহার মামলা নম্বর-জিআর-২১৫/১৯ (ডোমার), উক্ত মামলা সংক্রান্তে আসামী সুমন আলী বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় অবস্থান করছিল। মামলা চলাকালীন সময় বিজ্ঞ আদালত আসামী সুমন কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীর বিরুদ্ধে নাটোর সদর থানা, গুরুদাসপুর থানা, নীলফামারীর ডোমারসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত সর্বমোট ৫টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানান। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএটিভি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৫.৫৭

▎সর্বশেষ

ad