ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চিলাহাটিতে বোনের কবর জিয়ারত করেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ - ০৫:৩০:৪৫ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার উপজেলা ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটির গোসাইগঞ্জ সবুজপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে প্রায় ২ মাস পূর্বে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ফুপাতো বোন, মাসুমুল হক লালুর স্ত্রী ও সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও নীলফামারী জেলা আ’ লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমীর শ্বাশুড়ি হুসনে আরা বেগম (৫৩) ইন্তেকাল করেন।

রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বোনের কবর জিয়ারতের জন্য চিলাহাটিতে আসেন। এর আগে পঞ্চগড় জেলার বোদা আউলিয়ার ঘাটের নৌকা ডুবির দূর্ঘনায় যারা মারা গেছেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গভীর শোক ও নিহিত পরিবারের প্রতি সমোবেদনা জ্ঞাপন করেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুভীর নন্দী, সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও নীলফামারী জেলা আ’লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমি, পঞ্চগড় জেলার আ’লীগের নেতৃবৃন্দ।

মন্ত্রী চিলাহাটিতে আসলে আ’লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এই বিষয়ে সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও নীলফামারী জেলা আ’লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমী মন্ত্রী মহোদয়ের আগমনকে স্বাগত জানিয়ে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাওয়ার পথে তার ফুপাতো বোনের তবু ও তিলোত্তমা বাসায় একটু বসে পরে চিলাহাটি -ডোমার ও নীলফামারী সড়ক দিয়ে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

কিউটিভি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৫.৩০

▎সর্বশেষ

ad