ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

নরসিংদীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ 

Anima Rakhi | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ - ১২:৪৪:১১ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে ঝর্ণা বেগম (৩৪) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে গলার থাইরয়েড অপারেশনের সময় ঘাড়ের রগ কেটে ফেলেন চিকিৎসক। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ঝর্ণার দেবর মামুন জানিয়েছেন, শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের ঝর্ণা বেগম দীর্ঘদিন ধরে গলায় থাইরয়েড সমস্যায় ভুগছিলেন।

এজন্য তিনি শনিবার বিকেল ৫টায় নরসিংদী পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেখানে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইফতেফার ইসলাম দীপু তাকে অপারেশন করার কথা জানান। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় দিকে ঝর্ণাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শুরুর পর থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত রোগীকে অপারেশন থিয়েটারে রাখা হয়। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে হবে। সেই অনুযায়ী রোগীকে প্রথমে গাউসিয়া ইউ এস বাংলা হাসপাতালে পাঠায়।

পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই রোগী মারা গেছেন। পরে ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ ওই ক্লিনিকের সামনে নিয়ে এসে বিক্ষোভ শুরু করেন স্বজনরা। ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে কথা বলতে হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। 

কিউটিভি/অনিমা/১৯.০৯.২০২২/দুপুর ১২.৪৩

▎সর্বশেষ

ad