রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

superadmin | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০২:৪১:১৩ পিএম

ডেস্কনিউজঃ রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার পদ্মা নদীতে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চরে কৃষি কাজের উদ্দেশে যাওয়ার সময় ঢেউয়ের কারণে নৌকা দুটি ডুবে যায়।

একটি নৌকার ২২ জন এবং অপর নৌকার ৩ জন যাত্রীর অনেকেই প্রথমে নিখোঁজ মনে করা হলেও পরে ২২ জন সাঁতরে নদীর কিনারায় পৌঁছান। তবে এখনও ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এরা হলেন চরশ্যামপুর এলাকার নজু, নবী ও সাদেক। এছাড়া ডুবে যাওয়া দ্বিতীয় নৌকার ৩ যাত্রীর সবাই তীরে উঠেছেন বলে জানা গেছে।

নৌকা ডুবির খবর পেয়ে রাজশাহী সড়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‌‘রাজশাহীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় পরপর দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।’

এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।

বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.৩৫

▎সর্বশেষ

ad