ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জয় রাজনীতিতে আসবে কিনা তা তার সিদ্ধান্ত: শেখ হাসিনা

Anima Rakhi | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ - ০৫:৪০:৫৪ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের অনেক ডিজিটাল উদ্যোগের পেছনে ছিলেন, তবে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার এবং দেশের জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো। 

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে কী ভাবছেন তা প্রকাশ্যে এনেছেন শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, “দেখুন… সে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এটা তার ব্যাপার কিন্তু সে দেশের জন্য কাজ করছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এই সব স্যাটেলাইট বা সাবমেরিন ক্যাবল বা কম্পিউটার ট্রেনিং, সবকিছুই ডিজিটাল সিস্টেম, আর এসবের পেছনেই কাজ করেছে জয়।  কিন্তু সে পার্টি বা মন্ত্রিত্বের কোনো পদ নেওয়ার কথা কখনও বলেনি।“

সাক্ষাৎকারের এক পর্যায়ে শেখ হাসিনা একটি ঘটনা স্মরণ করেন, যা তার দলের একটি অনুষ্ঠানে ঘটেছিল। সেটি হল , শ্রমিকদের দাবি উঠেছিল সজীব ওয়াজেদকে ভূমিকা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, “এমনকি আমাদের পার্টি কনফারেন্সেও তার জন্য ব্যাপক চাহিদা ছিল। তারপর আমি তাকে বললাম, তুমি মাইক্রোফোনে যাও এবং বলো তুমি কী করতে চাও এবং সে তা করে। সে বলেছিল, না, পার্টিতে কোনো পদ চাই না এই মুহূর্তে। বরং এখানে যারা কাজ করছেন তাদের এই পদ পাওয়া উচিত। একটি পদ কেন দখল করতে হবে? আমি আমার মায়ের সাথে আছি, দেশের জন্য কাজ করছি এবং তাকে সহযোগিতা করছি, তাই আমি এটা করব। “

সূত্র: এএনআই

কিউটিভি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad