
আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে শঙ্কা বাড়ছে আরেকদিকে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর পতন চলছে। আগস্টে ডলারের বিপরীতে পাউন্ডের দাম কমেছে পাঁচ শতাংশ। ২০১৬ সালের অক্টোবরে পাউন্ডের বড় ধরনের পতন হয়েছিল। তারপর এটিই সর্বোচ্চ দর পতন। বর্তমানে এক পাউন্ডের বিপরীতে এক দশমিক ১৬ ডলার পাওয়া যায়। বৃহস্পতিবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিশ্লেষকরা জানিয়েছে, মুদ্রার পতনের পেছনে মূল কারণ অর্থনৈতিক স্থবিরতা। মূলত যুক্তরাজ্যের ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপক মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধি সব কিছুর ওপর প্রভাব ফেলেছে। এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে, চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যে মন্দা দেখা দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি থেকে ইউরোর বিপরীতে পাউন্ডের সবচেয়ে খারাপ অবস্থা ছিল এই আগস্ট মাসে।
ইনভেস্টেকের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর লরা ল্যাম্বি বলেছেন, বাকি বিশ্বের তুলনায় আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিশেষ ভালো দেখাচ্ছে না। বাজারে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে। তাছাড়া যুক্তরাজ্যে ২০২৪ সাল পর্যন্ত মন্দা থাকতে পারে বলে জানিয়ে সতর্ক করেছে বিনিয়োগ ব্যাংক গোল্ড ম্যান শ্যাস।
সূত্র : বিবিস।
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪