ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভারতের চার শহরে কমল গ্যাসের দাম, সর্বোচ্চ মূল্যহ্রাস কলকাতায়

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৮:২১:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চার শহরে বাণিজ্যক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির তেল বিপণন সংস্থাগুলো (ওএমসি)। সব মেট্রো শহরে ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম প্রযোজ্য হবে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতাতে। এ ছাড়া রাজধানি দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতেও কমানো হয়েছে এই গ্যাসের দাম। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ রুপি। ১০০ রুপি কমে এখন তা হয়েছে ১৯৯৫.৫০ রুপি। দিল্লিতে এর দাম ছিল ১৯৭৬.৫০ রুপি। বর্তমান দাম কমে দাঁড়িয়েছে ১৮৮৫ রুপি। এ ছাড়া মুম্বাইতে ৯২.৫০ রুপি এবং চেন্নাইয়ে ৯৬ রুপি কমেছে।

ছোট-বড় রেস্তোরাঁগুলোতেও রান্নার কাজে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে একটু স্বস্তি দেখা যাবে সাধারণ মানুষের জীবনে। মে মাস থেকে শুরু করে এই নিয়ে পর পর পাঁচ মাস বাণিজ্যক গ্যাসের দাম কমানো হলো ভারতে। ১৯ মের তথ্য অনুযায়ী বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ২৩৫৪ রুপি। পরে জুন মাসে কমে তা হয় ২২১৯ রুপি। জুলাই মাসে আরো কমিয়ে করা হয় ২০১২.৫০ রুপি। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়ে ১৯৭৬.৫০ রুপি নির্ধারণ করা হয়। বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম কমানো হলেও বাড়িতে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি।

সূত্র : আনন্দবাজার 

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

▎সর্বশেষ

ad