ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ভারতের চার শহরে কমল গ্যাসের দাম, সর্বোচ্চ মূল্যহ্রাস কলকাতায়

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৮:২১:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চার শহরে বাণিজ্যক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির তেল বিপণন সংস্থাগুলো (ওএমসি)। সব মেট্রো শহরে ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম প্রযোজ্য হবে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতাতে। এ ছাড়া রাজধানি দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতেও কমানো হয়েছে এই গ্যাসের দাম। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ রুপি। ১০০ রুপি কমে এখন তা হয়েছে ১৯৯৫.৫০ রুপি। দিল্লিতে এর দাম ছিল ১৯৭৬.৫০ রুপি। বর্তমান দাম কমে দাঁড়িয়েছে ১৮৮৫ রুপি। এ ছাড়া মুম্বাইতে ৯২.৫০ রুপি এবং চেন্নাইয়ে ৯৬ রুপি কমেছে।

ছোট-বড় রেস্তোরাঁগুলোতেও রান্নার কাজে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে একটু স্বস্তি দেখা যাবে সাধারণ মানুষের জীবনে। মে মাস থেকে শুরু করে এই নিয়ে পর পর পাঁচ মাস বাণিজ্যক গ্যাসের দাম কমানো হলো ভারতে। ১৯ মের তথ্য অনুযায়ী বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ২৩৫৪ রুপি। পরে জুন মাসে কমে তা হয় ২২১৯ রুপি। জুলাই মাসে আরো কমিয়ে করা হয় ২০১২.৫০ রুপি। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়ে ১৯৭৬.৫০ রুপি নির্ধারণ করা হয়। বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম কমানো হলেও বাড়িতে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি।

সূত্র : আনন্দবাজার 

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

▎সর্বশেষ

ad