ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগ

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:৪৫:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মারধর এবং যৌতুক দাবির অভিযোগ এনেছেন তার স্ত্রী ইসরাত জাহান। 

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে মোস্তাফিজুর রহমান বলেন, আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। অভিযোগের আলোকে বিষয়টি যাচাই বাচাই শুরু হয়েছে। সত্যতা পেলে মামলা নথিভুক্ত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আল আমিন ও ইসরাত দম্পতির ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ২০১৩ সালের ২১ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আল আমিন। দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচের পাশাপাশি ১৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন ঝিনাইদহের এই ক্রিকেটার। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ৭৪ উইকেট।

সর্বশেষ ২০২০ সালের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে খেলার পর আর বাংলাদেশ দলের হয়ে খেলা হয়নি আল আমিনের। 

জাতীয় দলের বন্ধ দরজা খুলতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন আল আমিন। এরই মাঝে তার বিরুদ্ধে এবার নিজের স্ত্রীকে মারধর এবং যৌতুক দাবির অভিযোগ ওঠায় জাতীয় দলে ফেরার পথটা আরও কঠিন হয়ে গেল ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৫.৪৫

▎সর্বশেষ

ad