ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মিরাজের সঙ্গে ওপেনিংয়ে সাব্বির!

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০২:০১:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এশিয়া কাপে টিকে থাকার ঝুঁকিতে বাংলাদেশ। সুপার ফোরে খেলতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে টাইগারদের। 

যে কারণে একাদশে বড় পরিবর্তনের আভাস দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

বুধবার ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনা শেষে জালাল ইউনুস বলেন, ‘শারজা ও দুবাইয়ের উইকেট ভিন্ন। দুবাই ম্যাচের জন্য ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। টিম মিটিংয়ে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। নিজেদের করণীয় সম্পর্কে সবাই ভালোভাবে জেনেছে।’

আফগানদের বিপক্ষে ৭ উইকেটে পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে।  মোসাদ্দেক হোসেনের হার না মানা ৪৮ রান ছাড়া উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের কেউ। 

বাংলাদেশ দলের টপ ও মিডলঅর্ডারের ৬ জনকেই আউট করেছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব ও রশিদ খান। আজকের ম্যাচে বাংলাদেশ দলের ভয় দুই লংকান স্পিনার থিকসেনা ও হাসারাঙ্গাকে নিয়ে।

যে কারণে টপঅর্ডার থেকে একজন বাঁহাতি ব্যাটার কমিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম।  

প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হওয়া এনামুল হক বিজয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট।  এ ম্যাচে তাকেও বসিয়ে রাখার আভাস মিলেছে।  

তা হলে এ দুজন বাদ পড়লে আজ শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে নামবেন কে কে? সাকিব-মুশফিক!

বিসিবি সূত্র বলছে, মোহাম্মদ নাঈমের বদলে আজ ওপেনিংয়ে নামানো হতে পারে সাব্বির রহমানকে। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলানো মেহেদী হাসান মিরাজকে।  

এ দুজনকে দিয়ে ওপেনিংয়ে ভালো শুরু করতে চাইছে বাংলাদেশ। হার্ডহিটার সাব্বিরকে দিয়ে পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বুধবার এমনটিই জানান বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।  

সুজন বলেছেন, ‘আমরা যদি শুরুতে খুব বেশি উইকেট না হারিয়ে ভালো করতে পারি, তা হলে আদর্শ হবে। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে জিততে পারি, তা হলে হয়তো আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।’

পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা। দলটির বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশের জয় ৪টি আর শ্রীলংকার ৮টিতে। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হেরেছিল ৫ উইকেটে।
 

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ২.০১

▎সর্বশেষ

ad