ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শ্রদ্ধা আর ভালবাসায় লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস পালিত

Anima Rakhi | আপডেট: ১৫ আগস্ট ২০২২ - ০৩:৪৫:২১ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।সোমবার (১৫ আগষ্ট) বেলা ১২টায় স্বাধীনতার স্থপতি  মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই জেলার কালীগঞ্জ উপজেলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম স্বপন, মুক্তিযোদ্ধাদের নিয়ে সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শ্রদ্ধা জানায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে।  

কিউটিভি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৩.৪৫

▎সর্বশেষ

ad