
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই জেলার কালীগঞ্জ উপজেলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম স্বপন, মুক্তিযোদ্ধাদের নিয়ে সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শ্রদ্ধা জানায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে।
কিউটিভি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৩.৪৫