
এম সাজেদুল ইসরাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে রোকেয়া বেগম ডেইজি (২৭)নামের এক চিকিৎসকের গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডাঃ রোকেয়া খাতুন দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে।নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান,আজকে বিকেলে মোবাইলের মাধ্যমে থানায় সংবাদ আসে উপজেলার দলার দর্গা কে এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
থানা সুত্রে জানা যায় ,নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতাল বিল্ডিং এর ২য় তলায় ফ্যামিলি কোয়ার্টারে ডাঃ রোকেয়া খাতুন(২৭) নামক একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়ভাবে জানা যায় যে, মৃতা ডাঃ রোকেয়া খাতুন(২৭), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-উত্তর কৃষ্ণপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন এবং মৃতার স্বামী মোঃ আরিফুজ্জামান আরিফ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় কর্মরত আছেন।গত ০৮/০৮/২০২২ খ্রিঃ মৃতার স্বামী নবাবগঞ্জ থানাধীন দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতাল বিল্ডিং এর ২য় তলায় ফ্যামিলি কোয়ার্টারে মৃতার নিকট আসে এবং অদ্য ০৯/০৮/২০২২ খ্রিঃ তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়া কথা কাটাকাটি এবং তর্ক বিতর্ক হয় এবং তার স্বামী উক্ত কোয়ার্টারের পাশ্বের্র রুমে চলে যায়।
তর্কবিতর্কের জের ধরে স্বামীর সাথে অভিমান করে একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ডাঃ রোকেয়া খাতুন গলায় গামছা পেচিয়ে তার দক্ষিণ পার্শ্বের শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস টেনে আত্মহত্যা করেন। নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক মৃতার সুরতল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে প্রেরণ করেন।উক্ত ঘটনায় পরবর্তী এ ঘটনায় নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নারী চিকিৎসক মৃত্যুর ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ওই মেয়ের স্বামীকে আটক করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।
কিউটিভি/অনিমা/১০.০৮.২০২২/সকাল ১১.৩৮