
এম সাজেদুল ইসরাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : অদ্য ইং ০৯/০৮/২০২২ তারিখ নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোস্তানছির বিল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেন।গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় বিরামপুর থানাধীন কাটলা দামার পাড়া গ্রামস্থ মোঃ আনছার আলী এর ছেলে ১।মোঃ রেজাউল ইসলাম (৩৩) ও বিরামপুর থানাধীন শাহীন পুকুর(স্থায়ী ঠিকানা-বড় হাতিশাল,নবাবগঞ্জ) গ্রামস্থ মৃত মোজাহার আলীর ছেলে ২।
মোঃ জাহিদুল ইসলাম(৩০)।আদ্য ইং ০৯/০৮/২০২২ তারিখ বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ থানাধীন ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রমস্থ মোঃ শরিফ শিকদার, পিতা-মৃত মাহাম শিকদার এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে কাচা রাস্তার পাশে ১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।সাব-ইন্সপেক্টর মোঃ মোস্তানছির বিল্লাহ গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন।
কিউটিভি/অনিমা/১০.০৮.২০২২/সকাল ১১.১০