ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

Anima Rakhi | আপডেট: ০৯ আগস্ট ২০২২ - ০২:১১:৪১ পিএম

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর)  : দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা সাব-রেজিষ্ট্রার নাফিজা নাওয়াল প্রভা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান। এ সময় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন মহিয়সী নারী। বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রামের কারণে জেলে থাকতে হয়েছিল সে সময় বঙ্গমাতাই তার মেধা ও দক্ষতা দিয়ে সবকিছু পরিচালনা করেছিলেন।

তিনি চিরকাল আমাদের জাতীয় জীবনে সকল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ৭ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন এবং নগদ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান জানান। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর জন্ম বার্ষিকী পালনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শিবলী সাদিক। এছাড়াও আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ২.১১

▎সর্বশেষ

ad