ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

 ফরেস্ট রেঞ্জের বেদখল হওয়া বনভূমিতে গাছ রোপনে বাঁধা দেওয়ায় ১২জন আহত

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ১১:৫৩:৪৩ এএম

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি :‘দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের বেদখল হওয়া বনভূমিতে বনায়ন করতে গিয়ে অবৈধ দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার কুশদহ বনবিটের দারিকামারি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় আহত হন মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই, কুশদহ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ও চালক রেজাইল ইসলামকে পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুশদহ বনবিটের বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিটের আওতায় ৬০০ একর বনভূমি রয়েছে। এর মধ্যে ৫০০ একর ভূমি অবৈধ দখলদারদের কবজায়।

এসব বনভূমি উদ্ধার করে বনায়ন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, বনায়নের কাজ শুরু করলে পার্শ্ববর্তী হাদিসপাড়া, কুষ্টিয়াপাড়া, মনসুরপাড়া, এরফানপাড়া, বটতলা ও লালঘাটপাড়ার কুশদহ বনবিটের বনভূমি দখলকারী পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাঁরা রোপণ করা চারাগাছ তুলে ফেলে ও রোপণের জন্য মজুদ রাখা ২৫ হাজার চারা বিনষ্ট করে।

এ ঘটনায় বন বিভাগের ৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং তিন গ্রামবাসী আহত হয়েছেন। হামলা মারপিটের ঘটনায় বন বিভাগ দেড়শত জন দখরকারীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১১.৫৩

▎সর্বশেষ

ad