
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে মো. সালাউদ্দিন মিয়া নামে এক যুবক মারা গেছেন। মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। নৌকা থেকে পড়ে যাওয়ার প্রায় ঘন্টা তিনেক পর তার লাশ উদ্ধার করা হয়।একাধিক সূত্র জানায়, সদর উপজেলার সেন্দ গ্রামের তিন যুবক শুক্রবার বেলা তিনটার দিকে স্থানীয় বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়।
এ সময় ওবায়দুল ইসলামের ছেলে সালাউদ্দিন নৌকা থেকে পড়ে যান। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে তৎপরতা চালায়। সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক মো. আরিফুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা যান। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই যুবকের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১০.৩৩