ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে যুবকের সলিল সমাধি

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ১০:৩৩:২৫ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে মো. সালাউদ্দিন মিয়া নামে এক যুবক মারা গেছেন। মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। নৌকা থেকে পড়ে যাওয়ার প্রায় ঘন্টা তিনেক পর তার লাশ উদ্ধার করা হয়।একাধিক সূত্র জানায়, সদর উপজেলার সেন্দ গ্রামের তিন যুবক শুক্রবার বেলা তিনটার দিকে স্থানীয় বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়।

এ সময় ওবায়দুল ইসলামের ছেলে সালাউদ্দিন নৌকা থেকে পড়ে যান। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে তৎপরতা চালায়। সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. আরিফুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা যান। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই যুবকের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

 

কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১০.৩৩

▎সর্বশেষ

ad