ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ০৪ জুন ২০২২ - ০৯:৫৭:৫১ পিএম

ডেস্ক নিউজ : পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র ৬২-তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গত ২ জুন, খাগড়াছড়ি সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অফিসটি উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও উপজাতীয় শরনার্থী বিয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং স্থানীয় পৌর মেয়ার নির্মলেন্দু চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্পোরেশনের উপ-ব্যবস্হাপনা পরিচালক, রুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, মিডিয়া কর্মী এবং প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র গৃহঋণ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা থেকে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা হতো। সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানটির গৃহঋণ সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য জেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। শহরটির নারিকেল বাগান কলেজ রোড এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

কিউটিভি/অনিমা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

▎সর্বশেষ

ad