
অমর আবদুল গাফফার চৌধুরী
————————————–
আবদুল গাফফার চৌধুরী চাচা আমাকে পিক করলেন। টিউব থেকে নেমে কিছুটা হেঁটে এক বারে।
অমন বার ঐ প্রথম দেখা। বাইরে খোলা জায়গায় পানের সুবিধা। ওখানে আমার জন্য হুইস্কি নিলেন। নিজের জন্য কিছু না।
শেষ হলে জিজ্ঞেস করলেন, আরেকটা? ভদ্রতা হচ্ছে, একটাতেই সন্তুষ্ট থাকা। সমস্যা হচ্ছে, পানীয়ের ক্ষেত্রে আমার ভদ্রতা নেই। আমি আরেকটা নিলাম। কিছু পারিবারিক গল্প হলো, কিছু রাজনীতির, কিছু সাহিত্যের। তারপর ঘোরা হলো এদিকওদিক।
এটা ২০০০ সালে। লন্ডনে। যোগাযোগ নিয়মিত ছিল না। তবে মাঝেমধ্যে আমার গল্প পড়ে সে পত্রিকায় ফোন করে বলতেন, তোমরা বিশ্বমানের একটা গল্প ছেপেছ।
আবদুল গাফফার চৌধুরী দুর্দান্ত গল্প লিখতেন, আমরা অনেকেই জানি না। কেন যে ছেড়ে দিলেন! একুশের ঐ গান, আর গল্প-উপন্যাস, এটুকু তাঁকে অমর করে রাখত।
লেখকঃ মঈনুল আহসান সাবের (জন্ম ২৬ মে ১৯৫৮) একজন প্রথিতযশা বাংলাদেশি সাহিত্যিক। মঈনুল আহসান সাবের এর অনুমতি স্বাপেক্ষে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।
বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১.২৫