ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাশিয়ার সম্পত্তি জব্দ করে ইউক্রেনকে দেওয়ার আহ্বান

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২২ - ০৫:০১:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জার্মানিতে বৈঠক করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

আর এ বৈঠকে জি-৭ জোটের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের দিমিত্রো কুলেবো অনুরোধ করেছেন, রাশিয়া ও রুশ ধনকুবেরদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যেন ইউক্রেনকে দেওয়া হয়। 

এ সম্পত্তির অর্থ ইউক্রেন পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে।

জি-৭ জোটটি গঠিত জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে। 

এ ব্যাপারে টুইটারে দিমিত্রি পেসকোভ বলেছেন, জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠকে আমি জোটের নেতাদের অনুরোধ করেছি রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে এবং সেগুলো ইউক্রেনকে দেওয়ার জন্য আমাদের দেশ পুনর্গঠন করতে। 

তিনি টুইটে আরও বলেছেন, রাশিয়াকে অবশ্যই দাম দিতে হবে। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আর্থিকভাবে। জি-৭ জোটের নেতারা আমাদের অনুরোধে যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। 

অপরদিকে এ প্রস্তাব নিয়ে সাংবাদিকদের দিমিত্রি পেসকোভ বলেছেন, কানাডা ইতিমধ্যেই এটি করেছে। আমরা বিশ্বাস অন্যরাও আগে পরে এই একই সিদ্ধান্তে পৌঁছাবে। 

এদিকে কয়েকদিন আগে কানাডা আইন করে, তাদের দেশে থাকা রাশিয়ার ধনকুবেরদের বাজেয়াপ্ত সম্পত্তিগুলো ইউক্রেনকে দেওয়া হবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউটিভি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ১০:০১

▎সর্বশেষ

ad