ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ  

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২২ - ০৯:২৬:২১ এএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি :সাভারের আশুলিয়ায় এক নারী গার্মেন্টস শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দু-বছর ধরে অনৈতিক দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে মোস্তফা নামে এক মুদি দোকানির বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায়  হাজির হয়ে একটি জিডি করেন ভুক্তভোগী ঐ নারী। জিডি নং-৮৪৫।ভুক্তভোগী ঐ নারী অভিযোগ করে বলেন, আমি আশুলিয়ার গোরাট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকুরী করে আসছি। এরই মধ্যে আমার স্বামী মারা যায়। আমার দুটি সন্তান রয়েছে। নাইটেংগেল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মোস্তফা নামে এক মুদি দোকানদারের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রী কিনতাম। আমার স্বামী মারা গেছে এই সুযোগকে কাজে লাগিয়ে মোস্তফা আমাকে বিয়ে করবে বলে দীর্ঘদিন ধরে আমার সাথে দৈহিক মেলামেশা করে আসছে। সে আমার কাছ থেকে দুই লাখ টাকাও ধার নিয়েছে। বিয়ের কথা বললে সে আমাকে বিয়ে করে না এবং আমার ধারের টাকাও দেয় না। ওল্টো আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি জিডি করেছি।

এদিকে জিডি সূত্রে জানা যায়, বিবাদি মোস্তফা, পিতা আকবর, গোড়াহাট, ইয়ারপুর ২নং ওয়ার্ড আশুলিয়া, ঢাকা। ০১৭৭১০৯০৫৮০ দীর্ঘ দিন যাবৎ আমাকে বিভিন্ন ভাবে বিবাহের প্রস্তাব দেয়। আমি রাজি হই নাই বলিয়া আমাকে গত ২/৫/২২ইং তারিখে আমাকে বলিয়াছে যদি তাহাকে বিবাহের জন্য রাজি না হই, আমাকে প্রাণে মেরে ফেলিবে। আমার ও আমার পরিবারের ক্ষতি করিতে পারে।স্থানীয়রা জানায়, মুদি দোকানি মোস্তফা কু-চরিত্রের মানুষ। এই এলাকায় মেয়েদের আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করে। অনেক মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক দৈহিক মেলামেশার সম্পর্ক গড়ে তোলেন। ভুক্তভোগী ঐ সকল নারীদের মধ্যে শিউলি বেগম একজন।  এই ধরনের ঘটনা পুনরায় যেনো ঘটাতে  না পারে এই জন্য মোস্তফার শাস্তি  হওয়া উচিত।মুদি দোকানি মোস্তফার মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)  মোঃ হাসিব শিকদার বলেন, এখনো পর্যন্ত জিডির কপি হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad