ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মারিউপোলের কারখানায় লাগাতার বোমাবর্ষণ, বহু হতাহতের আশঙ্কা

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০২:১৮:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলের কারখানায় এখনও আটকা বহু বেসামরিক মানুষ। তার মধ্যেই ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে রুশ সেনারা। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে।

রেডক্রস এবং জাতিসংঘের মধ্যস্থতায় মারিউপোলের আজবস্টাল ইস্পাত কারখানা থেকে এখনও পর্যন্ত ১০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও শতাধিক বেসামরিক ব্যক্তি সেখানে আটকে রয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। 

মঙ্গলবার রাত থেকে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। কারখানাটিকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে তারা।

বস্তুত, ওই কারখানাটি ইউক্রেনের সেনার শেষ দুর্গ। বাকি মারিউপলে কয়েকমাস ধরে দুই পক্ষের লড়াই হয়েছে। ইউক্রেনের সেনা এখন ওই কারখানার ভিতর থেকে লড়াই চালাচ্ছে। মারিউপোলে আটকে যাওয়া বেসামরিক ব্যক্তিদেরও ওই কারখানার ভিতর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

কারখানা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রায় ১১ বর্গ কিলোমিটার বিস্তৃত ওই কারখানাটি। ভিতরে বাঙ্কার আছে, সুড়ঙ্গ আছে। মাটির নীচের বাঙ্কারেই আশ্রয় নিয়েছেন বেসামরিক ব্যক্তিরা। 

তারা জানিয়েছেন, স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাদের। একের পর এক বোমাবর্ষণ হয়েছে, আর উপরের মাটি কেঁপে কেঁপে উঠেছে। প্রতিবারই মনে হয়েছে, এবার ভেঙে পড়বে সব। যারা এখনো সেখানে আটকে, তাদের জন্য চিন্তিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।

জাতিসংঘের প্রধানকে রাশিয়া জানিয়েছিল, জাতিসংঘ এবং রেডক্রস হস্তক্ষেপ করলে তারা ওই কারখানায় আটকে থাকা বেসামরিক মানুষদের উদ্ধারের সুযোগ করে দেবে। কিন্তু তারা সম্পূর্ণ সহযোগিতা করছে না বলেই সকলকে উদ্ধার করা য়ায়নি বলে মনে করা হচ্ছে। তারই মধ্যে মঙ্গলবার থেকে আবার সেখানে বোমাবর্ষণ শুরু হয়েছে। এতে বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷ রুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু। রুটি আর খাওয়া হলো না।

পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷

সূত্র: রয়টার্স, এপি, এএফপি

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad