ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নির্যাতকের কাছে নত হবেন না- ইউক্রেনকে মার্কিন স্পিকার

admin | আপডেট: ০২ মে ২০২২ - ০১:২৩:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সফরকারি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার পরদিন রবিবার বিকেলে কিয়েভে সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি দৃশ্যত রাশিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, ‘নির্যাতকদের কাছে নত হওয়া যাবে না। তারা হুমকি দিলেও পিছু হটা চলবে না। ’

স্পিকার ন্যান্সি পেলোসিকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ‘আরো বেশি খারাপ কিছুকে উস্কে না দিয়ে নিছক বাগাড়ম্বর ও অস্ত্রশস্ত্র সরবরাহের মধ্যে  যুক্তরাষ্ট্র কোন পর্যন্ত যেতে পারে’- এর জবাবে পেলোসি উল্লিখিত কথা বলেন। স্পিকার ন্যান্সি পেলোসি উত্তর দেন: ‘আমি শুধু নিজের কথাটা বলি। নির্যাতকদের কাছে নত হওয়া যাবে না। তারা হুমকি দিলে পিছু হটা চলবে না। আমরা লড়াইয়ের মধ্যে আছি। কোনো নির্যাতকের কাছে হার মানা চলবে না। ’

মার্কিন স্পিকার বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তাদের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং বিজয়ের পর পুনর্গঠনকে কেন্দ্র করে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পেলোসি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্ব ও ইউক্রেনীয় জনগণের সাহসের প্রশংসার বার্তা পৌঁছে দেন।
সূত্র: বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad