ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এক মিলিয়ন ফলোয়ারের মাইলফলকে তাওহিদ জামিল

admin | আপডেট: ২০ এপ্রিল ২০২২ - ০২:৫৩:০২ পিএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তরুণ ইসলামি শিল্পী তাওহিদ জামিলের ফেসবুক ফলোয়ার ১০ লাখের (এক মিলিয়ন) মাইলফলক ছুঁয়েছে। ফেসবুক ছাড়া ইউটিউবেও তরুণ শিল্পীদের মধ্যে ব্যাপক এই শিল্পীর ভক্ত অনুরক্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশের প্রথম সারির জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’-এর তরুণ শিল্পী তাওহিদ জামিল ইসলামি সংগীতাঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন কঠোর অধ্যবসায় এবং দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে। 

প্রায় এক যুগের সংগীত ক্যারিয়ারে শিশুশিল্পী, কিশোরশিল্পী থেকে তরুণ বয়সে এসেও ব্যাপক জনপ্রিয় হয়েছেন। নিজের লেখা এবং সুর করা বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এ পর্যন্ত তার নিজের লেখা ও সুর করা প্রকাশিত সংগীত হলো, হৃদয় মাঝে মালা গাঁথি, মাদিনা, শুধুই তুমি, হৃদয়ের পাতায় তোমারি ছবি, মুহাম্মদ রাসুল, একদিন হবে লাশ ইত্যাদি। এ ছাড়া তিনি লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, ভবের খেলা, পাপ দরিয়া, ত্বলা আল বাদরু আলাইনা,স্বপ্ন আমার যতো মনের মাঝে, যিকির, হাসবি রব্বি জাল্লাল্লাহ গানগুলো গেয়েছেন।

তাওহিদ জামিলের জন্ম ১৯৯৭ সালে নরসিংদী জেলার শিরপুর থানায়। শৈশবেই ইসলামি সংগীতের সাথে সম্পর্ক হয় তার এবং পরে জাতীয় সংগঠন কলরবে এসে তার প্রতিভা বিকশিত হয়। পবিত্র কুরআনের হাফেজ এই শিল্পী ঢাকার ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী থেকে কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন ২০২০ সালে। ভবিষ্যতে ইসলামি সংগীত নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার স্বপ্ন দেখেন এই শিল্পী।

 

 

কিউটিভি/আয়শা/২০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

▎সর্বশেষ

ad