বিনোদন ডেসক্ : বছর চারেক প্রেমের পর একে-অপরের গলায় মালা দেওয়ার মধ্য দিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। আলিয়া ও রণবীরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে হয় বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন- নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা কাপুর, করিশমা কাপুর, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
বলিউডের ছবির নায়ক হওয়ায় বাংলাদেশেও তার ভক্তের অভাব নেই। ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়াও পছন্দ করতেন রণবীরকে। শুধু পছন্দ নয়। রীতিমতো তার ‘ক্রাশ’ ছিলেন রণবীর। ক্রাশ বিয়ে করায় কিছুটা মন খারাপ হয়েছে এ অভিনেত্রীর। ফেসবুক পোস্টের মাধমে সে মন খারাপের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শবনম ফারিয়া রণবীর আলিয়ার বিয়ে প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দেন। এতে লিখেছেন, ‘রণবীরটাও বিয়ে করে ফেললো! দুনিয়ায় অবিবাহিত আর কোনও ‘ক্রাশ’ থাকলো না! দুনিয়া নিষ্ঠুর!’
রণবীর কাপুর যে শবনম ফারিয়ার ‘ক্রাশ’ ছিলেন এটা বরাবরই বলে এসেছেন। বিয়ের পর স্বাভাবিকভাবেই একটি প্রতিক্রিয়া তিনি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন। এটা বলা যায় অনেকটাই মজার ছলেই করেছেন। ‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা। এই যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫