ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার’

admin | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ - ০৮:২০:২২ পিএম

বিনোদন ডেস্ক : শুটিংয়ের ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ফেসবুকে অনায়াসে শেয়ার করেন পরীমনি। এবার মেহেদী রাঙা হাতের ছবি শেয়ার করেছেন এ সুন্দরী। ক্যাপশনে জানিয়েছেন অনুভূতির কথা। পরীমনি লিখেছেন, ‘ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়! শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কতদিন। তার জন্যে তো এখন নেহা আপুকে চাই। তার সাথে আমার হ্যালো হয়েছিল আরও চার বছর আগে জিমিকে দিয়ে। সেই থেকে মেহেদি পরব পরব করে এই আজ পরতে পারলাম!’

পরীমনি আরও লেখেন, ‘মেহেদি পরা যে এত কঠিন ধৈর্যের ব্যাপার বিশ্বাস কর নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম… বাবারে তোমাদের ধৈর্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের সরি। এত বেশি নড়াচড়া করি না কিন্তু আমি। সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।’ক্যাপশনের নীচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, প্রেগন্যান্সি বৈশাখ। গেল কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন পরীমনি। তাতে পরীমনির হাতে স্যালাইন লাগানো দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন: ‘একটি দুর্ঘটনায়।’ ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন পরী। 

অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমনি। ১০ জানুয়ারি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পরীমনিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার একটি ছবি শেয়ার করেছিলেন শরীফুল রাজ। ওই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমনি।’ ক্যাপশনের শেষে ফুর্তি ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এ অভিনেতা। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমনি-রাজ। কাজের সুবাদেই তাদের পরিচয়। তারপর বিয়ে করেছেন তারা।

কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad