বিনোদন ডেস্ক : যদিও অভিনয় করার খাতিরে আগে থেকেই বেশ পরিচিত ছিলেন তিনি। তবে বিগ বস ও করণ কুন্দ্রার সঙ্গে প্রেমে জড়িয়ে সেই সুনামে বাতাস লেগেছে দ্বিগুণ। ‘নাগিন’-এর নতুন মুখও তিনি। অনেকেই অনুমান করেছিলেন, বিগ বসের ঘর থেকে বেরিয়ে এই জুটি আদৌ সম্পর্ক বজায় রাখবেন কি না। তবে সব শঙ্কা ছাপিয়ে দুজনেই মন দিয়েছেন একে অন্যের দিকে।
করণ-তেজাকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। ভালোবেসে তাদের ‘তেজরান’ নামও রাখা হয়েছে। আর তাই তো এই জুটির নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েন না গণমাধ্যমকর্মীরাও। যেখানেই যান করণ-তেজস্বী, পেছনে পেছনে পৌঁছে যায় ক্যামেরা। বহুবার ম্যাচিং পোশাক পরে সাংবাদিকদের ফ্রেমে বন্দি হন দুজন। সম্প্রতি এই জুটির এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তেজস্বী ও করণ গভীর রাতে এক ডিনার পার্টির জন্য বের হয়েছিলেন। দুজনেই ছিলেন ম্যাচিং কালো পোশাকে।
তাদের দেখা পাওয়া মাত্রই সাংবাদিকরা ব্যস্ত হয়ে পড়েন তাদের ছবি তুলতে। একজন ক্যামেরাম্যান তেজস্বীকে ‘ভাবি’ সম্বোধন করে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, যা শুনে হেসে ফেলেন করণ। অভিনেতা করণ, তেজস্বীকে হাতের নতুন এক ভঙ্গিমা শেখানোর সময় ওপর থেকে কী যেন এসে পড়ে তার গায়ে। হঠাৎই চমকে ওঠেন তেজস্বী। ভীত তেজস্বীকে সামলিয়ে করণ বলেন, বানর ছিল গাছের ডালে আর সাংবাদিকরা বলেন, বানর নয়, গাছের ডালে কাক ছিল। আর সেই ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
সূত্র: নিউজ ১৮ বাংলা
কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১