ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আজ রণবীর-আলিয়ার বিয়ে, যা বললেন দীপিকা

admin | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ - ০৪:১১:০৯ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ের সানাই বাজতে চলেছে রণবীর আলিয়ার। গতকাল হলুদ অনুষ্ঠান হয়ে গেছে। আজ বিয়ের আনুষ্ঠানিকতা। এতোদিন বিয়ে নিয়ে দুই পরিবার মুখে কুলুপ এটে বসে থাকলেও বুধবার রাতে রণবীরের মা নীতু কাপুরই মিডিয়াকে জানিয়ে দেন, ১৪ এপ্রিল বিয়ে করছেন এই জুটি। যদিও বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র’-র একটি ভিডিও শেয়ার করে দু’জনকে শুভেচ্ছা জানিয়েছিলেন আয়ান মুখার্জী ও করণ জোহর।

আয়ান মুখোপাধ্যায় বেশ অভিনব স্টাইলে এই তারকা যুগলকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কেশরিয়া গানের টিজার প্রকাশ্যে আনা হয়েছে মেহেন্দি আর সংগীতের দিন। নতুন জীবনে প্রবেশ করার জন্য রণবীরকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন। তিনি তাদের সুখী জীবন কামনা করেছেন। এদিকে ভিডিও পোস্ট করে আয়ান লেখেছেন, ‘এটা রণবীর ও আলিয়ার জন্য, তাদের আগামী পথচলার জন্য, যা শুরুর অপেক্ষা। রণবীর ও আলিয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার আনন্দের আশ্রয়, আমার নিরাপদ আশ্রয়, যারা আমার জীবনে সবকিছুকে জুড়ে রয়েছেন আর এই ছবির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘বচনা এ হাসিনো’ ছবিতে কাজ করার সময় থেকে দীপিকা আর রণবীর কাপুর একে-অপরকে ডেট করা শুরু করেন। এই সম্পর্কের সময় দু’জন প্রকাশ্যে ডেট করেছেন। রণবীরের ট্যাটু পর্যন্ত নিজের ঘাড়ে করিয়ে নিয়েছিলেন দীপিকা। জানা যায়, এরপরই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। এ কারণে দীপিকা পথ ধরেন রণবীর সিংয়ের। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

▎সর্বশেষ

ad