ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নেপালের পাহাড়ে ১০ দিনের কঠিন ধ্যানে শুভ!

admin | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ - ১১:৫২:১৫ এএম

বিনোন ডেস্ক : হঠাৎ করেই যেন সব সিগন্যালের বাইরে আরেফিন শুভ। বাংলাদেশের এই সেরা চিত্রনায়কের পদচারণা নেই ঢাকার ধুলামাখা রাস্তা থেকে মোবাইল বা সামাজিক যোগাযোগমাধ্যমেও। তিনি নাকি গভীর ধ্যানে মগ্ন।

হ্যাঁ, সত্যিই ধ্যানে বসেছিলেন এই চিত্রনায়ক। আর সেটা নেপালে। দেশটির রাজধানী থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় বিপাসনায় মেডিটেশনে ছিলেন চিত্রনায়ক।

১০ দিনের সেই কঠিন ধ্যান ভাঙল ১২ এপ্রিল। এই কথা নিশ্চিত করলেন তিনি নিজেই।

শুভ বলেন, ‘‘গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি দুই-তিন মাস হলো। এরপর আবার বেশ দৌড়ঝাঁপে ছিলাম। আমি সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম।’’

ধ্যানের বিষয়ে তিনি বলেন, “বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোস। যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো, এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন।”

কিউটিভি/অনিমা/১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

▎সর্বশেষ

ad