বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়-কাজলকন্যা নাইসা বেশ জনপ্রিয়। এই স্টারকিড সিনেমায় আসবে কি না, তা নিয়ে অজয় এবার মুখ খুললেন। তিনি বলেন, তাদের মেয়ে অভিনয়ে আসবে কি না, তা নিয়ে কোনো ধারণা নেই তার। সিনেমায় ক্যারিয়ার গড়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছে নাইসা।
অজয় আরও বলেন, ‘বাচ্চাদের কখন কী হয় বলা মুশকিল। তাদের মন-মানসিকতা মাঝেমধ্যেই পরিবর্তন হয়। নাইসা বিদেশে পড়াশোনা করে। এখন কোনো সম্ভাবনা নেই বলিউডে তার ড্যাবু করার। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯বাংলা। সম্প্রতি অজয়কন্যাকে মনীষ মালহোত্রার পোশাকের ফটোশুট করতে দেখা গেছে। একটি ব্লেজার ও কালো স্কার্টের সঙ্গে টিমআপ করে সেজেছিলেন নাইসা।
কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১