বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক তখনই মিডিয়া থেকে ঈশিকা গুটিয়ে নেন নিজেকে। এরপর হঠাৎ বিয়ে করে পাড়ি জমান লন্ডনে। লন্ডনপ্রবাসী কায়সার খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তারপর দেশ ছেড়ে একেবারে লন্ডনেই স্থায়ীভাবে তার বসবাস শুরু হয়। প্রায় তিন বছরের বেশি সময় ধরে তিনি সেখানেই বাস করছেন।
এ ছাড়া লন্ডনে থাকলেও বর্তমানে তিনি ধর্মে-কর্মে মনোযোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়, তার ছবিতে পরির্বতন। যেখানেই যাচ্ছেন তিনি নিয়মিত হিজাব পরে বের হচ্ছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নামাজও আদায় করেন বলে জানান ঈশিকা।
এদিকে গুঞ্জনে শোনা গিয়েছিল ঈশিকা নাকি ফের সিনেমায় অভিনয় করতে পারেন। তবে সম্প্রতি সেই গুঞ্জনে ইতি টেনে তিনি জানান, এখন তিনি আল্লাহর বলে দেওয়া পথে হাঁটবেন। অভিনয়ে কোনো দিনই ফিরবেন না। তিনি এখন থেকে নিয়মিত হিজাব পরবেন। এই চেষ্টা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করার।
ঈশিকা আরও জানান, এখন তার সন্তান বড় হচ্ছে। তাকে সময় দিতে হবে বলে, বিনোদন জগৎ থেকে একেবারে দূরে থাকতে চান তিনি। তবে নিজে অভিনয় থেকে সরে এলেও নিয়মিত বাংলাদেশের নাটক ও সিনেমা দেখার চেষ্টা করেন বলে জানিয়েছেন সাবেক এ অভিনেত্রী।
কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২