ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

অভিনেতা শিব সুব্রামানিয়ামের মৃত্যু

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০১:১৫:০২ পিএম

বিনোদন ডেস্ক : চলে গেলেন ভারতের বিশিষ্ট অভিনেতা ও পুরস্কারজয়ী চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম। রোববার রাতে মৃত্যু হয়েছে তার। যদিও এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।

সোমবার সকালে শিব কুমার সুব্রামানিয়ামের মৃত্যু সংবাদ জানান অভিনেতা আয়েশা রাজা। তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।’

গত তিন দশক ধরে হিন্দি ছবি ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রামানিয়াম। এই প্রতিভাবান চরিত্রাভিনেতাকে শেষবার স্ক্রিনে দেখা গিয়েছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমাতে।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ সিনেমার সঙ্গে বলিউডে পা রেখেছিলেন শিব কুমার সুব্রামানিয়াম। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটকর অভিনীত এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন প্রয়াত শিল্পী। পাশাপাশি এই সিনেমাতে অভিনয়ও করেছিলেন।

‘টু স্টেট’ সিনেমাতে আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমার সুব্রামানিয়ামের পারফরম্যান্স নজর কেড়েছিল। রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। 

‘পরিন্দা’ ছাড়াও ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’র মতো কিছু কালজয়ী হিন্দি সিনেমার চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন প্রয়াত শিল্পী। 

তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড জুড়ে। পরিচালক হনসল মেহতা টুইটারে তার শেষকৃত্যের কথা জানিয়েছেন। সোমবার মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশান প্রয়াত অভিনেতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস

কিউটিভি/অনিমা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad