বিনোদন ডেস্ক : তিনবার গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি। শুধু গান নয়, সংগীতচর্চার পাশাপাশি ‘সিন্ড্রেলা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও পা রাখেন তিনি। তবে বর্তমানে যে ক্যামিলা ক্যাবেলোকে দেখা যায়, আজকের এই অবস্থায় আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দুর্বলতা নিয়ে কম চর্চা হয়নি। তবে এই খারাপ সময়ে গা ভাসিয়ে দেননি তিনি। নিজের সবচেয়ে ভঙ্গুর দশাকে শক্তিতে পরিণত করেন ক্যামিলা। তৈরি করেন নতুন নতুন গান। গণমাধ্যমের কাছে এভাবেই ‘ফ্যামিলিয়া’র পটভূমি তুলে ধরেন তিনি।
যে বিষয়টি ভক্তদের মনে নাড়া দেবে তা হলো, মহামারির আগে থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন ক্যামিলা। সম্প্রতি নিজের তৃতীয় অ্যালবাম ‘ফ্যামিলিয়া’ মুক্তির পর এক সাক্ষাৎকারে বিষয়টি অকপটে স্বীকার করেন তিনি। এমনকি ২০২০-এর শুরুতে সবকিছু থেকে কিছু সময়ের জন্য বিরতিও নিয়েছিলেন ক্যামিলা। মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে নিয়েছেন থেরাপিও। নিজের প্রতি সৎ থেকে যেকোনো মূল্যে আগের অবস্থায় ফিরে যেতে মরিয়া হয়ে উঠেছিলেন এই শিল্পী।
তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে নিশ্চিত করেছেন ব্যাম ব্যাম গায়িকা নিজেই। শন মেন্ডিসের সঙ্গে বিচ্ছেদের বিষয়েও মুখ খোলেন ক্যামিলা। ‘ফ্যামিলিয়া’ অ্যালবামে তার বিচ্ছেদসহ ব্যক্তিগত অনেক বিষয়ই ফুটে উঠেছে। সব মিলিয়ে নিজের ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের প্রক্রিয়াটি স্পষ্ট ছিল এই অ্যালবামে।
সূত্র: পিঙ্কভিলা
কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭