ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ফাঁস করলেন রবিন ভাট

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০৩:৪১:০২ পিএম

বিনোদন ডেস্ক : বাবার ছবির প্রচারে রণবীর কাপুর বলেছিলেন, খুব শীঘ্রই আলিয়া ভাট ও তিনি বিয়ে করবেন। তবে বিয়ের তারিখ তিনি বলেননি। এরপরই শুরু হয় বিয়ের তারিখ নিয়ে জল্পনা। তবে বিয়ে হচ্ছে এটা নিশ্চিত। আলিয়ার ভাই রাহুল ভাট বিষয়টি নিশ্চিত করেছেন। রাহুল জানিয়েছেন, ‘হ্যাঁ, বিয়ে হচ্ছে। আমি এরইমধ্যে দাওয়াত পেয়েছি। বিয়েতে আমি থাকবো। তবে আমি গাইতে ও নাচতে পারবো না। পেশায় আমি জিম ইন্সট্রাক্টর এবং বাউন্সার হিসেবে বিয়েতে দায়িত্ব পালন করবো (হাসি)।’

আলিয়ার চাচা রবিন ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রণবীরের বান্দ্রার বাড়িতেই (বাস্তু) হবে বিয়ের অনুষ্ঠান। ১৪ এপ্রিল বিয়ে, একদিন আগে করা হবে মেহেদির অনুষ্ঠান।’ সূত্রের খবর, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতাররা। অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। রণবীরের চাচানো বোন কারিনা, কারিশমা, কারিনার স্বামী সাইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। 

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু রণবীর-আলিয়ার প্রেমের গল্প। আর সেই ছবি মুক্তির আগেই পরিণতি পাচ্ছে এই প্রেম কাহিনি। উল্লেখ্য, চলতি বছর ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। 

সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউটিভি/আয়শা/৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

▎সর্বশেষ

ad