ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন বাণিজ্যমন্ত্রী

admin | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ - ১০:২৩:২৪ পিএম

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “সবজি-ফলসহ অভ্যন্তরীণ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

সোমবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নানা উদ্যোগের পর এ মন্ত্রণালয় যেসব পণ্য নিয়ে কাজ করে সেগুলোর অধিকাংশের দাম এখন স্থিতিশীল বলেও জানান তিনি।

তিনি জানান, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে ভোজ্যতেলের দাম না কমলে বাংলাদেশেও কমবে না। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোয় তেলের দাম বাজারে কমেছে।

তিনি আরও জানান, সবজি-ফলসহ অভ্যন্তরীণ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও সরকার ভ্যাট কমিয়ে ও নজরদারি করে দেশের বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “চিনির বাজার স্থিতিশীল আছে। ভোজ্যতেলও লিটারপ্রতি ১৫৮ টাকা ১৫৯ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ২৬ মার্চ ভ্যাট প্রত্যাহারের পর ৯০ হাজার টন ভোজ্যতেল আসছে। দেশে মজুদও রয়েছে পর্যাপ্ত।”

“পণ্য নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদারদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে মাত্রাতিরিক্ত দাম নেয়ার ওপর নজরদারি বৃদ্ধি এবং ভোজ্যতেলের মিলগেট, পরিবেশক ও ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য ঠিকভাবে প্রদর্শন ও বাস্তবায়নের সুপারিশ করেছে টাস্কর্ফোস।”

কিউটিভি/অনিমা/৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৩

▎সর্বশেষ

ad