ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বাজারে বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, কমেছে পেঁয়াজের

admin | আপডেট: ০১ এপ্রিল ২০২২ - ০৫:৪১:৫৩ পিএম

ডেস্কনিউজঃ দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। সংযমের মাসটি এলেই যেন বাজারে নিত্যপণ্যের দামের ঘোড়া আরও পাগলাটে হয়ে ওঠে। অন্য সময়ে রোজার আগে বাজারদরে বড় ধরনের হেরফের টের পাওয়া গেলেও, এবার আগেভাগে দাম বাড়ার কারণে এই আঁচ খানিকটা কম। তবে কয়েকটি পণ্যের দাম রমজান শুরুর ২-১ দিন আগে আরেক দফা বেড়েছে। বেগুনসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজসহ কয়কটি পণ্যের দামে কিছুটা স্বস্তির খবরও আছে। এ ছাড়া মাছ-মাংসের দাম রয়েছে আগের সপ্তাহের মতোই।

শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে বেগুন বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। বেগুনের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা থেকে বেড়ে এ সপ্তাহে হয়েছে ৬০-৭০ টাকা।

অন্যান্য সবজির মধ্যে সজনে ডাটা ও টমেটোর দাম কিছুটা কমেছে এই সপ্তাহে। সজনে ডাটা প্রতি কেজি ১০০-১৫০ টাকা ও টমেটো প্রতি কেজি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া অপরিবর্তিত দামে ৫০-৬০ টাকায় পটল, ৬০-৭০ টাকায় বরবটি, ঢেঁড়স ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি পিস ফুলকপি ৫০-৬০ টাকা, প্রতি পিস চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তাছাড়া কেজিপ্রতি শিম ৪০-৬০ টাকা, প্রতি কেজি করলা ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, মুলা ও শালগম ও পেঁপে ৪০ টাকা কেজি এবং কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পাঁচ টাকা কমেছে। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ২২-২৫ টাকা এবং খুচরা দাম ৩০-৩৫ টাকা।

এছাড়া কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। এ সপ্তাহে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০-১২০ টাকা।

এদিকে মাংসের বাজারে দেখা গেছে, ১৭০-১৭৫ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৩১০-৩৪০ টাকা কেজিতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে। এ ছাড়া ৬৫০ -৭০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে।

আর মাছের বাজারে দেখা গেছে, রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা কেজি দরে। ২৫০-৩৫০ টাকা কেজিতে শিং ও টাকি। এ ছাড়া তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি ১৫০-১৭০ টাকা। প্রতি কেজির ইলিশ মাছ ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিপুল/১লা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৫:৩৫

▎সর্বশেষ

ad