ডেস্কনিউজঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সামনে রবিবার চালের দাম কমানোর ঘোষণা দেন কুষ্টিয়ার চাল কল মালিকরা। এ সময় তারা চিকন চাল কেজিপ্রতি দুই টাকা কমানো হবে বলে ঘোষণা দেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তবে চালের দাম এক পয়সাও কমেনি।
কুষ্টিয়ার পৌর বাজার, বড়বাজার, মিলবাজার এবং শহরতলির অন্যান্য বাজারগ ঘুরে এ তথ্য জানা গেছে।
রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অবৈধ মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সেখানে খাদ্যমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার বাংলাদেশ চাল কল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশীদ আজ (রবিবার) থেকেই চালের দাম কেজিপ্রতি দুই টাকা করে কমানো হলো বলে ঘোষণা করেন।
সোমবার কুষ্টিয়ার পৌর বাজার, বড়বাজার, মিলবাজার এবং শহরতলির অন্যান্য বাজার ঘুরে দেখা গেছে, গেল এক সপ্তাহ ধরে যে চিকন চাল বাজারে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল গতকাল সোমবারও তা অব্যাহত রয়েছে।
শহরের পৌর বাজারের ‘মা ট্রেডার্স’-এর মালিক রিপন আহমেদ বলেন, ‘এক সপ্তাহ ধরে মিলগেট থেকে আমরা ৬৩ টাকা কেজি দরে চিকন চাল ক্রয় করে বাজারে এনে তা ৬৪ টাকা কেজি দরে বিক্রি করছি। আজ সোমবার সকালেও ৬৩ টাকা কেজি হিসেবে মিলগেট থেকে কিনে ৬৪ টাকা কেজি বিক্রি করেছি। মন্ত্রীর সামনে ব্যবসায়ীরা চালের দাম কমানোর ঘোষণা দিয়েছেন, এ ব্যাপারে তিনি জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দাম কমানো হবে বলে শুনেছি, কিন্তু আমরা এক সপ্তাহ ধরেই যে দামে কেনাবেচা করছিলাম আজও তাই করেছি। দুই-এক দিন গেলে বিষয়টি বুঝতে পারব। ‘
বড়বাজারের চাল ব্যবসায়ী জিন্নুর রহমান জিন্নাহ বলেন, ‘এক সপ্তাহ ধরে মিলগেট থেকে ৬৩ টাকা দরে চিকন চাল কিনে ৬৪ টাকা কেজি হিসেবে বিক্রি করছি। চালের দাম কমানোর ঘোষণা আমি শুনিনি। আমি আগের দামেই চাল বিক্রি করছি। ‘
এ ব্যাপারে চালের দাম কমানোর ঘোষণা দেওয়া বাংলাদেশ চাল কল মালিক সমিতির সভাপতি আবদুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ‘মন্ত্রীর সামনে রশীদ সাহেব চালের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর আমরা মিলগেটে দাম ২ টাকা কমিয়ে ৬০ টাকা কেজি নির্ধারণ করেছি। আবারও মিল মালিক সমিতি একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে তারপর আর দাম কমাতে পারব কি না, সে বিষয়ে পরে জানাব। ‘
জেলা খাদ্য কর্মকর্তা তাহসানুল হক কালের কণ্ঠকে বলেন, ‘মন্ত্রীর সামনে যে চালের দাম কমানোর ঘোষণা দিয়েছিলেন সেটি বাস্তবায়িত হয়েছে কি না তা খতিয়ে দেখছি। ‘
কিউএনবি/বিপুল/ ২১.০৩.২০২২ ইং/সন্ধ্যা ৭:৩০






