ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে তিমিরা সঙ্গীর খোঁজে যে দূরত্ব অতিক্রম করে বলে ভাবা হয়েছিল তারা তারও বেশি বেশি দূরত্ব অতিক্রম করে বলে এখন মনে করা হচ্ছে। সঙ্গীর খোঁজে ৬০০০ কিলোমিটার পাড়ি দেয় কিছু তিমি। নিউ সায়েন্টিস্ট এ তথ্য জানিয়েছে।
হাম্পব্যাক তিমিকে (Megaptera novaeangliae) প্রায় সব বড় সমুদ্রে পাওয়া যায়। উত্তর প্রশান্ত মহাসাগরের তিমি গ্রীষ্মে থাকে আলাস্কা ও কানাডার দিকে। এরপর শীতে প্রজনন মৌসুম এলে মেক্সিকো ও হাওয়াইয়ে পাড়ি জমায় তারা।
ঐতিহাসিকভাবে, বিজ্ঞানীরা ধারণা করেছিলেন তিমির দল মেক্সিকো বা হাওয়াইয়ে তাদের প্রজনন স্থান হিসেবে বেছে নেয়। তবে কিছু প্রমাণ বলছে, দুই দলের মধ্যে সংমিশ্রণও ঘটতে পারে।
কিউটিভি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০